এস কে সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান মতি সহ ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেছেন।
মঙ্গলবার সকালে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভুমি) দেওয়ান একরামুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পল্লিবিদ্যুতের ডিজিএম অসিত কুমার সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম সহ সাংবাদিক বৃন্দের  উপস্থিতিতে এই দায়িত্ব গ্রহন করে পৌর মেয়র সহ কাউন্সিলর বৃন্দ।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং প্রয়াত সাংসদ মরহুম আব্দুল মান্নান এমপির কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নতুন কাউন্সিলর ১নং ওয়ার্ড মিলন প্রাং, ২নং ওয়ার্ড খোরশেদ আলোম, ৩নং ওয়ার্ড বজলুর রহমান, ৪নং ওয়ার্ড আপেল মাহমুদ, ৫নং ওয়ার্ড মামুন রশিদ মামুন, ৬নং ওয়ার্ড মাহমুদুল হাসান মুনজু , ৭নং ওয়ার্ড শিতাবুল ইসলাম, ৮নং ওয়ার্ড মেহেদী হাসান সুফল, ৯নং ওয়ার্ড ফজলুল করিম রাবু,
সংরক্ষিত মহিলা কাউন্সিলর রিনা বেগম, শেফালী বেগম, আলেফা বেগম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে