নিজস্ব প্রতিবেদক , কলকাতা:

আজ ২৬ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গের কলকাতায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে “নতুন বাংলা -সাহিত্য পত্রিকা”-র আয়োজনে সারা বাংলা কবিতা উৎসবে বিভিন্ন জেলার কবি ও সাহিত‍্যিকদের অমর একুশের স্মারক সম্মান- ১৪২৭ প্রদান করা হয়। এই উপলক্ষে মনোজ্ঞ কবি সম্মেলন ও গুণিজন সংবর্ধনা ও ছোট শিশু শিল্পীদের নৃত‍্যানুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি শিবশঙ্কর বক্সী,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক ইন্দ্রজিৎ মল্লিক,সম্মানীয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি,প্রাবন্ধিক, গ্রন্থকার,সিটি কলেজের অধ্যাপক, সমাজসেবী ড. মহীতোষ গায়েন এবং বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী মহাশয়।

এই অনুষ্ঠানে ‘নতুন বাংলা পুরস্কার-১৪২৭’ প্রদান করা হয় বিশিষ্ট কবি শীতল হালদারকে।
উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মহীতোষ গায়েন, বরুণ চক্রবর্তী, শীতল হালদার,রাজীব দও,কৃষ্ণা ঘোষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে কবিতা উৎসবে আগত প্রায় শতাধিক কবি। তাদের প্রত‍্যেককেই ‘অমর একুশে স্মারক সম্মান-১৪২৭” প্রদান করে সম্মানিত করা হয়। ৯০ এর দশকের বিশিষ্ট কবি মহীতোষ গায়েনকে তার সারাজীবনের সাহিত্য সেবা তথা কবিতার নির্মাণশৈলীতে স্বতন্ত্র ভাবনার প্রকাশের জন‍্য প্রদান করা হয় “অমর একুশের বিশেষ স্মারক সম্মান-১৪২৭”। নান্দনিক এই সাহিত‍্য অনুষ্ঠান তথা কবিতা উৎসবে সমগ্ৰ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন “নতুন বাংলা”-র সম্পাদক অভিজিৎ পাল।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রীমতী শুক্লা কর্মকার ও রেবা পাল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে