নিজস্ব প্রতিবেদক: 

সারা দেশে গত ২৪ ঘন্টায় ৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে ডেঙ্গু জ্বরে কারো মৃত্যু হয়নি।

শনিবার (২৭শে মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে ৭৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং সাতজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট ২০২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৫ জন।

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৪ জন। এরমধ্যে ঢাকায় ১ হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৮৫ জন। এরমধ্যে ১ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর ১৩ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু জ্বর নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এসময়ে মারা যান ২৮২ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে