নারায়ণগঞ্জ সংবাদদাতা:
সারাদেশে ১৮৬ টি মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় তিনি বলেন আন্ত স্কুল ফুটবল চালু না থাকলেও অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে স্কুল পর্যায়ে খেলা চালু আছে।
নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলে তিনি। এসময় তিনি আরো বলেন ফতুল্লা স্টেডিয়ামের জলাবদ্ধতার বিষয়ে রিপোর্ট পেতে ৫ বছর সময় লেগেছে। এখন কাজ শুরু হবে।
বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহমদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ আরও অনেক।