মোঃ আনোয়ার হোসেন (কাজিপুর)প্রতিনিধিঃ

ঢাকা সাভারের আশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার কে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে হেনস্ত করার ঘটনার প্রতিবাদে কাজিপুরে উপজেলাতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলার রাজ পথে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ)কাজিপুর শাখার সকল শিক্ষক বৃন্দ। এদিকে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ-কে জুতার মালা পরিয়ে হেনস্ত করা এবং আশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক-কে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কাজিপুর উপজেলার সকল স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষক কর্মচারী।এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এবং কাজিপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মেঘাই ইউ আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী জানান শিক্ষকেরা পাবেন শুধুমাত্র সম্মান এবং ছাত্র-ছাত্রীরা পাবে তাঁদের ভালোবাসা। তবে সাভারে যে ঘটনা ঘটেছে, এক ছাত্র যেভাবে শিক্ষককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাত করে হত্যা করেছে; তা খুবই দুঃখজনক। আমরা শুধুমাত্র কিছু কিছু ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্র-পত্রিকায় দেখি। শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার এ রকম অসংখ্য ঘটনা আছে, যা আমাদের চোখে পড়ে না।তিনি আরও বলেন প্রশাসনের কাছেও অনেক শিক্ষক বিভিন্নভাবে লাঞ্ছিত হন। নারী শিক্ষক হওয়ার কারণেও অনেকে অপমানিত হয়েছেন। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হোক এটাই আমাদের চাওয়া।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে