নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে করোনার গণটিকাদান কার্যক্রম, যা চলবে ১২ আগস্ট পর্যন্ত। দেশের ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে সম্প্রসারিত এই টিকা ক্যাম্পেইনে ছয়দিনে ৩২ লাখ মানুষকে টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এতে অগ্রাধিকার পাচ্ছে পঞ্চাশোর্ধ্ব ও শারীরিক প্রতিবন্ধিরা।

ক্যাম্পেইনে দেশের ৪ হাজার ৬শ’ ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে টিকা দেয়া হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি ৫৫ বছর ও তার বেশি বয়সী রোহিঙ্গাদেরও টিকা দেয়া হবে।

কর্মসূচির আওতায় ৭ থেকে ৯ই আগস্ট ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় এবং ৮ থেকে ৯ই আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে টিকাদান চলবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ই আগস্ট এবং ১০ থেকে ১২ই রোহিঙ্গা ক্যাম্পে টিকা দেয়া হবে।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিসহ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের টিকার আওতায় আনতে এই টিকা ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে