বৈষম্যাবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শনিবারে শোক র‌্যালি করেছে বিএনপি। এছাড়া বিভিন্ন স্থানে মন্দির পাহারা, পরিদর্শন সভায় মতবিনিময় করেছে বিএনপি, জামায়াতের নেতাকর্মীসহ আলেম-ওলামা ও শিক্ষার্থীরা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাতে হামলা লুট ও অগ্নিসংযোগ পরিহারের আহ্বান জানানো হয়। জানানো হয় আইনশৃঙ্খলা ভঙ্গ করলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। এদিকে সেনবাগে রক্ষা মেরামত করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এছাড়া বানিয়াচংয়ে পুড়ে যাওয়া থানা সংস্কারের দায়িত্ব নিয়েছে বিএনপি নেতারা। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান, ভেদরগঞ্জে শোক র‌্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি।

এতে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সভাপতি আবুল হাসেম ঢালী, সম্পাদক বিএম মুস্তাফিজুর রহমান, মালয়েশিয়া শাখা বিএনপির সভাপতি হাবিবুর রহমান (রতন) তালুকদার, শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এমএ আব্দুল কাইয়ুম চুন্নু মুন্সী, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর দালাল ও সাধারণ সম্পাদক ফারুক তালুকদার।

গফরগাঁওয়ে পৌর শহরের ষোলহাসিয়া গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুশফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিম আহাম্মদ, যুবদল নেতা খোকন, শ্রমিকদল নেতা পারভেজ, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল্লাহ বাপ্পি, ছাত্রদল নেতা অপু রায়হান প্রমুখ।

কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা পাহারা দিচ্ছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিবের নেতাকর্মীরা। উপজেলার মন্দিরগুলোয় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পাহারায় আছেন তারা। এছাড়া সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজও করছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

সুজনগরে হিন্দুদের সব প্রকার ভয়-ভীতি দূর করার জন্য সুজানগর উপজেলা বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারা শনিবার পৃথকভাবে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী, মন্দির কমিটির নেতাদের ও হিন্দু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, উপজেলা জামায়াতে আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, পৌর আমীর অধ্যাপক ফারুক-ই আযম উপস্থিত ছিলেন। ফুলপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও উপসানলায়গুলোতে রাত জেগে পাহারা দিচ্ছে ইত্তেফাকুল উলামা নামের সংগঠন ইত্তেফাকুল উলামা ফুলপুর শাখার সহসভাপতি মাওলানা মোবাশ্বির হোসাইন সাকি জানান, শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

সেনবাগে মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা রোধে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় তারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা আলা উদ্দিন, সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল মালেক, সেক্রেটারি মাওলানা নুরুল আবছার, প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্যা উপস্থিত ছিলেন।

এছাড়া খানাখন্দকে ভরা জরাজীর্ণ সড়কে জনদুর্ভোগ কমাতে সড়ক মেরামত করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ফকিরহাট-জিরুয়া প্রাথমিক বিদ্যালয় সড়কে এ কর্মসূচি করে তারা।

এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. হানিফ, ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিক, সেক্রেটারি মাওলানা আবু বক্কর এমএ উপস্থিত ছিলেন। মঠবাড়িয়ার ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাকিল আহম্মেদ উপজেলা ছাত্রদলের সব নেতাকর্মীকে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। চারঘাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিমিয় সভা করেছে উপজেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ। উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজন আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকুট আলী প্রমুখ।

ক্ষেতলালে সংখ্যালঘুদের জানমাল বাড়ি-ঘর ও মন্দির রক্ষায় পাহারা ও টহলের ব্যবস্থা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসেনের নেতৃত্বে উপজেলার সরকারি বেসরকারি স্থাপনা ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর এবং মন্দির রক্ষায় পাহারা ও টহলের ব্যবস্থা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ইবি শিক্ষার্থী সোহেল রানা, শিক্ষার্থী ফারুক হোসেন, রাবি রুহুল আমিন রাজু, দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধনঞ্জয় কুমার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শ্রাবন রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রনি।
দাউদকান্দিতে ভস্মীভূত মডেল থানা পরিদর্শনে আসেন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বাজারের ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন, ব্যবসায়ী আব্দুস সাত্তার, বিএনপি নেতা কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, শামীম দর্জিসহ।

ময়মনসিংহে ময়মনসিংহে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন যুবদল ও শ্রমিকদল নেতারা। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন নগরীর হরিজন পল্লিতে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে নগরীর মেছুয়া বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদসহ নেতারা।

হবিগঞ্জের বানিয়াচং আগুনে পুড়ে যাওয়া থানা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় থানা পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। থানা পরিষ্কারে অংশ নেন জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সেতুসহ নেতাকর্মীরা। পরে জি কে গউছ থানা সংস্কারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দেন। অপরদিকে থানার ফার্নিচার দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মামুন চৌধুরী। জীবননগরে বিএনপি নেতাদের সহযোগিতায় উথলী বাজার থেকে লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেয়েছেন ব্যবসায়ী ষষ্টি হালদার। বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় লুট হওয়া মাছের খাবার উদ্ধার করে হস্তান্তর করেন। ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য, সংখালঘুদের ওপর নির্যাতন, লুটপাট চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল হোসেন তুহিন।
বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান, যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাজু, সেলিম হাসান, বারেক হওলাদার, এসএম মাওলা মনির, যুবদল নেতা মো. শফিকুল ইসলাম সুজন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে