নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি করিম উদ্দিন ভরসা আর নেই।
আজ শনিবার ২৩ জুলাই দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা।
তিনি বলেন, ‘‘বাবা কিছু দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বিভিন্ন জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুযোগ হয়নি।’