সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় আরাফাতকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর আরাফাতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ,দায়ের করা হয়েছে। এছাড়া আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ঢাকা-১৭ আসনে জয়ী হন আলী আরাফাত। পরে তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।