তপনকান্তি মণ্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:

মাদক ব্যবসা রুখতে বড়সড় সাফল্য পেলো পশ্চিমবঙ্গের বারুইপুর জেলা পুলিশ । আজ জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি এলাকা থেকে সজিনা বিবি নামে এক মহিলাকে দু’কেজি হেরোইন সহ গ্ৰেপ্তার করেছে পুলিশ।

এর বাজার মূল্য কমবেশি এক কোটি টাকা। ঘুটিয়ারি শরিফে দীর্ঘদিন ধরে বহিরাগত বহু মানুষের যাতায়াত । দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন এলাকায় নানা ধরণের অপরাধ মূলক বৃদ্ধির পিছনে মাদক পাচারের যথেষ্ট ভূমিকা আছে।

ঘটনার কথা বহুদিন ধরে পুলিশের কানে আসছিল । কিছুদিন আগে জুলাই মাসের ২৩ তারিখে সাইমা বিবি নামে এক মহিলাকে পুলিশ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে । তারপর থেকে পুরো এলাকাজুড়ে পুলিশ তল্লাশি অভিযানে জোর দেয় ।আজ হালদারপাড়া এলাকা থেকে সজিনা বিবিকে গ্রেপ্তার করা হয় । তার আদি বাড়ি ভাঙ্গরড়র গোজাপুর গ্ৰামে। কিছুদিন যাবত এই এলাকায় ঘর ভাড়া নিয়ে বাস করছিল। এই মহিলার সঙ্গে আন্তর্জাতিক চোরাচালানকারীদের যোগাযোগ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। বারুইপুর পুলিশ জেলা সুপার বৈভব তিওয়ারি জানান যে, এই দুই মহিলার পিছনে নিশ্চয়ই কোন বড় চক্র সক্রিয়। খুব শীঘ্রই তিনি এই চক্র ধরে ফেলবেন বলে আশা প্রকাশ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে