Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের খেলার ছবি ফিফায় পাঠাবে বাফুফে

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • 44

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) প্রতিবারের মতো এই বছরও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। পল্টন আউটার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনে আজ জয় পেয়েছে বৈশাখী টিভি, দৈনিক যুগান্তর, নিউজ২৪, প্রথম আলো, এটিন বাংলা, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন ও দেশ টিভি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি ফিফায় পাঠাবে বাফুফে। ‘ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। গ্রাসরুট অর্থ শুধুই তৃনমূল নয়- নন ট্র্যাডিশনাল ফুটবলও যুক্ত। আমরা ফিফায় এই টুর্নামেন্টের ছবির পাশাপাশি ন্যারেটিভ পাঠাব,’ বলেন সভাপতি তাবিথ আউয়াল।

বাফুফে সভাপতি ঢাকার বাইরেও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং নারী মিডিয়াকর্মীদেরও ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করার আহবান জানান। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কুলের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

দিনের প্রথম খেলায় এসএ টিভিকে ২–০ গোলে হারিয়েছে বৈশাখী টিভি। একই ব্যবধানে দৈনিক যুগান্তর হারায় দৈনিক মানবজমিনকে, চ্যানেল আই ইত্তেফাককে, ঢাকা ট্রিবিউন এটিএন নিউজকে, এটিএন বাংলা রাইজিং বিডিকে হারায়। নিউজ২৪ ১–০ গোলে হারিয়েছে দৈনিক কালবেলাকে। দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে মাছরাঙা টিভি ও প্রথম আলোর। ঐ ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে প্রথম আলো ৩-২ গোলে মাছরাঙাকে হারায়। ৭১ টিভি মাঠে না আসায় ওয়াকওভার পায় দেশ টিভি।

যুগান্তরের হয়ে ইমরান ও জ্যোতির্ময় মণ্ডল একটি করে গোল করেন। তবে ম্যাচসেরার পুরস্কার জেতেন মাজহারুল ইসলাম। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করে জিহাদ নিউজ ২৪ এর হয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। দুটি শট ঠেকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্রথম আলোর গোলরক্ষক মাহমুদুল হাসান বাপ্পি। বৈশাখী টিভির মশিউর রহমান পার্থ জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন। গোল করে চ্যানেল আইকে জেতানো মিলন পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি। ঢাকা ট্রিবিউন ও এটিএন বাংলার হয়ে যথাক্রমে ম্যাচ নাফিউল আজম এবং মুশফিকুর রহমান।

ম্যাচ সেরাদের হাতে বিএসজেএ ক্রেস্ট ও কুলের গিফট হ্যাম্পার তুলে দেন বাফুফে নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন, প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন মাসুম, বিএসজেএ নির্বাহী ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

সাংবাদিকদের খেলার ছবি ফিফায় পাঠাবে বাফুফে

Update Time : ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) প্রতিবারের মতো এই বছরও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। পল্টন আউটার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনে আজ জয় পেয়েছে বৈশাখী টিভি, দৈনিক যুগান্তর, নিউজ২৪, প্রথম আলো, এটিন বাংলা, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন ও দেশ টিভি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি ফিফায় পাঠাবে বাফুফে। ‘ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। গ্রাসরুট অর্থ শুধুই তৃনমূল নয়- নন ট্র্যাডিশনাল ফুটবলও যুক্ত। আমরা ফিফায় এই টুর্নামেন্টের ছবির পাশাপাশি ন্যারেটিভ পাঠাব,’ বলেন সভাপতি তাবিথ আউয়াল।

বাফুফে সভাপতি ঢাকার বাইরেও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং নারী মিডিয়াকর্মীদেরও ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করার আহবান জানান। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কুলের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

দিনের প্রথম খেলায় এসএ টিভিকে ২–০ গোলে হারিয়েছে বৈশাখী টিভি। একই ব্যবধানে দৈনিক যুগান্তর হারায় দৈনিক মানবজমিনকে, চ্যানেল আই ইত্তেফাককে, ঢাকা ট্রিবিউন এটিএন নিউজকে, এটিএন বাংলা রাইজিং বিডিকে হারায়। নিউজ২৪ ১–০ গোলে হারিয়েছে দৈনিক কালবেলাকে। দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে মাছরাঙা টিভি ও প্রথম আলোর। ঐ ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে প্রথম আলো ৩-২ গোলে মাছরাঙাকে হারায়। ৭১ টিভি মাঠে না আসায় ওয়াকওভার পায় দেশ টিভি।

যুগান্তরের হয়ে ইমরান ও জ্যোতির্ময় মণ্ডল একটি করে গোল করেন। তবে ম্যাচসেরার পুরস্কার জেতেন মাজহারুল ইসলাম। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করে জিহাদ নিউজ ২৪ এর হয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। দুটি শট ঠেকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্রথম আলোর গোলরক্ষক মাহমুদুল হাসান বাপ্পি। বৈশাখী টিভির মশিউর রহমান পার্থ জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন। গোল করে চ্যানেল আইকে জেতানো মিলন পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি। ঢাকা ট্রিবিউন ও এটিএন বাংলার হয়ে যথাক্রমে ম্যাচ নাফিউল আজম এবং মুশফিকুর রহমান।

ম্যাচ সেরাদের হাতে বিএসজেএ ক্রেস্ট ও কুলের গিফট হ্যাম্পার তুলে দেন বাফুফে নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন, প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন মাসুম, বিএসজেএ নির্বাহী ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা।