খুলনা প্রতিনিধিঃ
রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন মার্চ মাসের সরকারী কাজে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদ হাসান তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পদে ভূষিত করে ক্রেষ্ট প্রদান করেন।
জেলার ৯টি থানার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট নিস্পত্তি,মামলা নিস্পত্তি,মাদকদ্রব্য উদ্বার, অস্ত্র উদ্বার, উপজেলার আইন শৃংখলার মান ভাল,করোনাকালে জন সচেতনতা বৃদ্ধিসহ সকল দিক সন্তোষ জনক হওয়ায়
তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পদে ভূষিত করেন।
এছাড়া জেলার শ্রেষ্ঠ এস আই পদে ভূষিত হয়েছেন একই থানার এস আই সাহাবুদ্দিন গাজী।
খুলনা জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে বেস্ট অফিসারদের ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা জানালেন খুলনার পুলিশ সুপার।