খুলনা প্রতিনিধি ঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহর থেকে গ্রামের দিকে বেশি নজর দিচ্ছেন। গ্রামে শহরের সুবিধা বৃদ্ধির জন্য নানা ধরনের অবকাঠামো নির্মাণ করছে। আমার বিশ্বাস এক সময় মানুষ আর শহরমুখী হবে না। গ্রামে শহরের সব সুবিধা তৈরি হবে। সরকার গ্রামকে শহরে রূপ দিতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে।
সামনে হিন্দু সম্প্রদায়ের বড় অনুষ্ঠান দূর্গাপূজা অনু্িঠত হবে। পূজায় কোন ধরনের বিশৃংখল না হয় তার জন্য উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন। ধর্ম যার যার উৎসব সবার। এটা ধারণ করে আমাদের চলতে হবে। তিনি ২৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা ও সমস্বয় কমিটির সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন,ভাইচ চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান। এছাড়া বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বন কর্মকর্তা মো. মজিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, জেলা কৃষকলীগের সভাপতি ইইপ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আ. মজিদ ফকির, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গির শেখ, মাওলানা শফিউদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, ইউপি সদস্য রিনা পারভিন, আজিজুল হক কাজল। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্ভ বছরের খরিপ মৌসুমে ইচ্চ ফলনশীল পাট বীজ অর্জনের জন্য বিনামূল্যে নাবী পাট বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।