ক্রীড়া প্রতিবেদক:
ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
‘আমি আনুষ্ঠানিকভাবে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি আমার পরিবার, বন্ধু, সমর্থক, দল, কোচ এবং পুরো দেশকে তাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি নিশ্চিত যে আপনারা ভবিষ্যতেও আমাকে অনুপ্রেরণা যুগিয়ে যাবেন’, নিজের টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলেন ইউসুফ।
ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেললেও কোনো টেস্ট খেলেননি ইউসুফ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপজয়ী ভারত দলের অংশ ছিলেন এই অলরাউন্ডার।
৫৭ ওয়ানডেতে ২৭ গড়ে ৮১০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩৩ উইকেট। ২২ টি-টোয়েন্টিতে ২৩৬ রান করার পাশাপাশি তুলে নেন ১৩টি উইকেট।
ভারতের জার্সিতে শেষবারের মত ইউসুফ খেলেছিলেন ২০১২ সালে ঢাকায় এশিয়া কাপে, পাকিস্তানের বিপক্ষে।
একই দিনে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পেইসার বিনয় কুমারও। ভারতের হয়ে একটি টেস্ট, ৩১টি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেইসার।