এ‌জি লাভলু:

৫ জুলাই ২০২১ সোমবার কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলী‌গের নব-‌নির্বা‌চিত সভাপ‌তি মোঃ রাজু আহ‌মেদ এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন নয়ন এর নেতৃ‌ত্বে সব্যসা‌চি ক‌বি সৈয়দ শামসুল হ‌কের সমাধী‌তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ক‌রেন।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন জেলা ছাত্রলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আ‌শিকুর রহমান আ‌শিক, যুগ্ম সাধারণ সম্পাদক আ‌নোয়ার হো‌সেন সহ জেলা ছাত্রলী‌গের অ‌নেক নেতা কর্মী।

এসময় জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি মোঃ রাজু আহ‌মেদ জানান, সব্যসাচী লেখক ও ক‌বি সৈয়দ শামসুল হক কু‌ড়িগ্রাম জেলার কৃ‌তি সন্তান। আমরা কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলীগ সবসময় তার আদর্শ ধারণ ক‌রে আস‌ছি এবং ভ‌বিষ্য‌তেও কর‌বো।

উ‌ল্লেখ্য, সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে জন্মগ্রহণ ক‌রেন। এবং ২৭ সে‌প্টেম্বর ২০১৬ সা‌লে ৮০ বছর বয়‌সে মৃত্যবরণ ক‌রেন। তারপর তা‌কে কুড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ মা‌ঠে দাফন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে