নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সংক্রমণ রোধে দেশবাসীকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।
বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। টিকার সংকট কেটে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেয়া হবে। সবার টিকা নিশ্চিত করেই খুলে দেয়া হবে স্কুল। শেখ হাসিনা বলেন, সব সময় গ্রামের মানুষেকে অগ্রাধিকার দিয়েই তাঁর সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
শনিবার সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শীরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে জাতীয় সংসদের অধিবেশন। শুরুতেই আইন প্রণয়ন কার্যক্রমে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন পাস হয়। এরপর বাজেট অধিবেশনের সমাপনি বক্তব্য দেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার লকডাউন ঘোষণা করেছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে আরো সচেতন হতে হবে। টিকার সংকট কেটে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যত টাকাই প্রয়োজন হোক টিকার ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা আছে।
প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে বলেন, করোনা সংকটের মধ্যেও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। অর্থনীতির চাকা সচল রাখতে শুধু সরকারই নয়, ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনগুলোও মানুষের পাশে ছিলো।
শেখ হাসিনা বলেন, উর্দি পড়ে রাষ্ট্রক্ষমতা দখল করে জিয়াউর রহমান রাজনীতিতে নেমেছেন। আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করে জিয়া ক্ষমতা দখল করেছেন।