নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সফলভাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে পারলে সবদিক দিয়েই এগিয়ে যাবে দেশ।
বৃহস্পতিবার (৭ই এপ্রিল) গণভবনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্যই করোনা পরিস্থিতিতে সরকারের কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে। দেশের প্রান্তিক অঞ্চলের মানুষ আজ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বী হয়ে উঠছে, এটা সরকারের বড় অর্জন।
তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের পাশাপাশি এর নিরাপত্তায় বিশেষভাবে দৃষ্টি দেয়ার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
দেশের অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক ও বৈজ্ঞানিক অঙ্গনের ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনাকে চিহিৃত করতেই ২০১৪ ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স গঠন করা হয়। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে টাস্কফোর্সের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য উর্দ্ধতন সরকারি কর্মকর্তা, তথ্য প্রযুক্তি বিশেজ্ঞ, ব্যবসায়ী নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।