রাজশাহী প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায়, সন্ধ্যা প্রদীপ চ্যারিটি ফাউন্ডেশন এর উদ্যোগে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে, ছিন্নমূল দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ফেরদৌস আরা কমল। সার্বিক সহযোগীতায় ছিলেন, রাজশাহী রেলওয়ের প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ আলাউদ্দিন সহ আরো অনেকেই। প্রায় দেড়শত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান,তাদের লক্ষ হচ্ছে,দরিদ্র ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে মানব উন্নয়নে সচেতনতা ও উদ্যোগ সৃষ্টি এবং তাদেরকে উন্নয়নের ধারায় সংপৃক্ততা করা ও স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে সর্বাধিক সেবা ও সহায়তা প্রদান করা।

সমাজের সার্বিক কল্যাণ সাধন বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগণের সার্বিক উন্নয়নে সহায়তা করা বেকার জনশক্তিকে আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কাজে লাগানোর মাধ্যমে পরনির্ভরশীলতা থেকে আত্ম-নির্ভরশীল হিসেবে গড়ে তোলা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে