প্রিয়াঙ্কা ব্যানার্জী, হুগলি জেলা প্রতিনিধি:

২০২০-২০২১এ এখনো পর্যন্ত গোটা বিশ্বের মানুষ লড়াই করে চলেছেন মারন ভাইরাস কোভিড-19 এর সাথে।

এই মহামারীর সময়ে বেঁচে থাকার লড়াই হচ্ছে আসল কাজ। এদেশে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। দৈনন্দিন জীবনে খবারের অভাব দেখা দিয়েছে। সারাদেশ জুড়ে যখন লকডাউন চলছে তখন আর্থিকভাবে বিপর্যস্ত এক শ্রেণীর মানুষ খাদ্যাভাবে ভুগছেন।
এর মধ্যেই ভারতবর্ষে বিধানসভা ভোট মিটেছে কিছুদিন আগেই। ভোট পরবর্তী সন্ত্রাস, করোনা এবং প্রাকৃ্তিক দুর্যোগপূর্ণ আবহে সবাই যখন অতিষ্ঠ হয়ে উঠেছে তখন হুগলির উত্তরপাড়া-কোন্নগর এলাকায় দেখা গেলো সাম্যের চিত্র। যেখানে শাষক দল এবং বিরোধী দলের সবাই একত্রে এই খারাপ সময়ের মোকাবিলা করে চলেছে কাঁধে কাঁধ মিলিয়ে।

তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং সিপিআইএম এর কর্মীরা একসাথেই এই পরিস্থিতি সামলেছে তাদের এলাকায়।

গত বছরের লকডাউনের সময়েই সিপিআইএম-এর তরফ থেকে কর্মীরা দুস্থদের জন্য দু’বেলা খাবার দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবছরেও তার অন্যথা হয়নি। অাবার শাষক দলের দিক থেকেও ছিলোনা তেমন কোনো ত্রুটি। নিয়োমিত স্যানিটাইজেশন থেকে শুরু করে খাদ্যাভাব মেটানোর চেষ্টা কোনোটাতেই খামতি ছিলোনা। কোন্নগরের নতুন বিধায়কের উদ্যোগে শুরু হয়েছে ক্যান্টিন, যেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে মিলছে দুপুরের খাবার।

যদিও রাজ্য সরকারের তরফ থেকে রেশন পাচ্ছেন অনেকেই। তবুও এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই মানুষের যথার্থ কাজ বলে মনে করেছেন এই এলাকার সবাই। রাজনৈতিক রঙকে দুরে সরিয়ে রেখেই তাই একসাথে মিলে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে তৎপর তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে