নিজস্ব প্রতিবেদক:

 সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অভিযোগ অসত্য এবং ৫ ঘণ্টা আটকে রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার (১৮ই মে) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঘটনাস্থলে একজন সিনিয়র অফিসার ও দুই জন নারী কর্মকর্তা ছিলেন। তারা পুলিশ ডাকলে অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার সাথে এর যোগসুত্র নেই দাবি করে মন্ত্রী বলেন, ওখানে গিয়ে রোজিনা ছবি তুলছেন, ফাইল নিয়ে যাচ্ছেন, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেউ তাকে ফাঁদে ফেলেছে নাকি অন্যায় করেছে তদন্তে তা বেরিয়ে আসবে। মন্ত্রণালয়ের কেউ অন্যায় করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে