নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আজ শনিবার (১৪ই মে) রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ।
শুক্রবার (১৩ই মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন ও দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সব মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। এ ছাড়া, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা করা হবে।
এর আগে শুক্রবার আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন প্রেসিডেন্ট নাহিয়ান। নাহিয়ানের মৃত্যুতে আমিরাতে পতাকা অর্ধনমিত রেখে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের সব সরকারি সংস্থা ও বেসরকারি সেক্টর তিনদিনের জন্য বন্ধ থাকবে।
আমিরাতের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো ঘোষণা আসেনি। তবে খুব শিগগিরই নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।