রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে নিউজভিত্তিক দৈনিক মহানগর ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টালে সম্পাদক সুমন হোসেন ও মতিহার বার্তার ফটো সাংবাদিক মিলন সাথে মারমুখী ও অসৌজন্যমূলক আচরণ করেছে কাটাখালি থানার (তদন্ত) ওসি মতিয়ার রহমান ।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রী সাড়ে ৮ টার সময় সাংবাদিক সুমন ও মিলন পেশাগত কাজের জন্য চৌমুহনী বাজারে এএসআই পণবের সাথে দেখা করতে গেলে। সেখানে ওসি তদন্ত অকথ্য ভাষায় গালাগালি ও মারমুখী আচারন করে। তিনি এটাও বলেন ধরে নিয়ে লকাপে ঢুকানোর হুমকি দেয়।

এসময় সাংবাদিক সুমন ও মিলন তার পরিচয় দিলে পুলিশের এই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে আজেবাজে শব্দ ব্যবহার করেন এবং মারমুখি আচরণ করেন। পরে পুলিশের এই কর্মকর্তা সাংবাদিকের সাথে থাকা মটর সাইকেল থানায় নিয়ে যাওয়ারও হুমকি দেন।

এবিষয়ে দৈনিক মহানগর ২৪ ডটকম এর সাংবাদিক সুমন ও মতিহার বার্তার সাংবাদিক মিলন বলেন, আমরা পেশাগত কাজে জন্য এএসআই পণবের সাথে দেখা করার জন্য তাঁর মোবাইলে ফোন দিলে এএসআই পণব চৌমুহনী বাজারে আসতে বলেন। আমি ও মিলন সেখানে গেলে কোন কারণ ছাড়াই আমাদের সাথে ক্ষিপ্ত আচরণ করেন এবং মারার জন্য তেড়ে আসেন। পরে আমাদের থানায় ধরে নিয়ে যাবার কথা বলে। শুধু এটাই শেষ না ওসি তদন্তের বিরুদ্ধে থানায় সেবা নিতে আসা অনেকের সাথেই খারাপ আচারণ করে বলে শোনা যায় ।

তিনি আরো বলেন, পুলিশ এই কর্মকর্তা আমাদের সাথে এত উদ্ধত আচরণ করেন যে, তার কথার কোনো উত্তর দিলে তিনি আমাদের মারতেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই বাজারের একজন ব্যাক্তি বলেন, তদন্ত ওসি কোন কারন ছাড়াই ভালো মানুষকে রাস্তা থেকে ধরে থানায় নিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে। তিনি এটাও বলে তার এ ব্যবহারে অনেকেরই প্রশাসনকে নিয়ে খারাপ মন্তব্য করতে শোনা যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকল সাংবাদিক মহল।

নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সাথে এ বিষয়ে জানতে, তার মুঠোফোনে কল দিল মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে