সংগোপনে
….শাহরিন সুলতানা
চোখের কোনে
সংগোপনে
পড়েছিল যে বালি,
তা লুকোতে
আপন চোখেতে
দিলুম বুঝি কালি।
পাড়াপরশি বলল এসে
লাগছে অপরূপা এ বেশে
থামিয়ে চলাচল,
কেউতো খুজেনি
তাইতো বুঝেনি
মোর চোখের কোনে জল।
যতই হোক ছল চাতুরী
আপনা আপনি বাহাদুরি
ধরা না দিতে চাই,
নেই তো রক্ষে
মায়ের চোখকে
ফাঁকি দেওয়া দায়।