সংগোপনে
….শাহরিন সুলতানা

চোখের কোনে
সংগোপনে
পড়েছিল যে বালি,
তা লুকোতে
আপন চোখেতে
দিলুম বুঝি কালি।

পাড়াপরশি বলল এসে
লাগছে অপরূপা এ বেশে
থামিয়ে চলাচল,
কেউতো খুজেনি
তাইতো বুঝেনি
মোর চোখের কোনে জল।

যতই হোক ছল চাতুরী
আপনা আপনি বাহাদুরি
ধরা না দিতে চাই,
নেই তো রক্ষে
মায়ের চোখকে
ফাঁকি দেওয়া দায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে