শ্রেয়শী
শ্রী রাজীব দত্ত
আমি তোমার ছায়া হয়ে বাঁচতে চাই না
আমি হতে চাই তোমার প্রতিচ্ছবি,
আমি তোমায় করুণা করতে চাইনা
কারণ তুমি আমার হৃদয় শ্রেয়শী।
স্বপ্নের মরুপথে তোমার অবাধ বিচরণ
সমগ্র হৃদয় রাজ্যে তুমি অদ্বিতীয়,
তুমি মোর বেঁচে থাকার কারণ
শেষ রক্তবিন্দু পর্যন্ত শ্রেয়শী তুমি আমার প্রিয়।
দূরত্ব কেবলই দূরত্ব নয়
এ যে বহুপথ এর ব্যবধান,
যাত্রাকালে একাই যাবো
নিয়ে পাওনা সব অভিমান।
জীবন পথের বাধাগুলো আজ যেন প্রখর
কেটেছে দিন, কেটেছে রাত
কেটেছে ক্লান্ত সব প্রহর ।
আজ আবার ফিরে পেতে ইচ্ছা করছে
তোমার আদুরে মাথা স্পর্শ,
সময় গেছে পেরিয়ে, আর আমিও বাকরুদ্ধ।