নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে সরকার।

আজ রোববার (৩১শে জুলাই) সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভায় তিনি একথা বলেন।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়ায় সরকার বেশি মনোযোগ দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনভিত্তিক প্রতিযোগিতামূলক বাজার এবং বিনিয়োগে  নজর দিতে হবে।

তিনি বলেন শুধু রেমিটেন্সের উপর নির্ভরশীল না হয়ে উৎপাদন বহুমুখীকরণ করতে হবে। একইসাথে রপ্তানি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বেরার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে