শ্রমিক
শ্রী রাজীব দত্ত

ওদের হাতগুলো খুবই শক্ত,
ওরা পারিশ্রমিক পায়
বিনিময় দেয় ঘাম আর রক্ত ।
যাদের শ্রমের বিনিময়ে
জুড়ে থাকে আমাদের স্বাচ্ছন্দ।
রয়েছে কি তারা স্বর্গসুখে?
পাচ্ছে কি আমাদের মত আনন্দ?
অনেকের চোখে তারা হয়তো নিম্নমানের
নেই তাদের অর্থ বা সামর্থ্য
চোখ খুলে দেখো সমাজে তারা ব্যর্থ।
শ্রম আর শ্রমিক সৃষ্টির শক্তি
শ্রমিকের শ্রমের বিনিময়
গড়ে উঠেছে সমাজের নতুন প্রযুক্তি।
মহান শ্রমিক দিবসে তাদের প্রতি রইল শ্রদ্ধা
তোমরা এই সমাজের অন্যতম যোদ্ধা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে