ক্রীড়া ডেস্ক:
শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হলো কিংবদন্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নকে।
আজ বুধবার (৩০শে মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় আ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেন ওয়ার্নের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সতীর্থ থেকে শুরু করে অনেক খেলোয়াড় ছিলেন শেন ওয়ার্নকে বিদায় জানানোর আয়োজনে। আবেগ-আপ্লুত হয়ে সবাই শেন ওয়ার্নকে স্মরণ করেন। পরে কিংবদন্তী এই ক্রিকেটারকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। শেষকৃত্যানুষ্ঠানে পরিবেশন করা হয় শেন ওয়ার্নের প্রিয় গানও।
এমসিজির বড় পর্দায় ভিডিওতে হাজির হন সুনীল গাভাস্কার-রাহুল দ্রাবিড়রা। পর্দায় ভেসে ওঠে ‘বল অব দ্য সেঞ্চুরি’। এমসিজি কাঁপছে ‘ওয়ার্নি’, ‘ওয়ার্নি’ চিৎকারে। অনুষ্ঠান এগিয়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে আবেগের মাত্রা। মাইকেল ক্লার্কের গলা ধরে আসে কয়েক সেকেন্ডের ভিডিওতেই। তিনি বলেন, ‘আমি যখন জাতীয় দলে আসি, ছেলের মতো আগলে রেখেছো।’
ওয়ার্ন সবসময় বলতেন, বাবা হওয়ার জন্য সবচেয়ে বেশি গর্বিত তিনি। সন্তানদের ক্ষেত্রেও নিশ্চয়ই ব্যাপারটা একই। ওয়ার্নের দুই মেয়ে, এক ছেলে আসেন, বাবাকে নিয়ে স্মৃতিকাতর হন। মেয়ে সামার কান্না আটকে রাখতে পারেন না কিছুতেই। বলেন, ‘বাবা পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকেই মিস করি।’ আরেক মেয়ে ব্রুক খুঁজে ফিরবেন বাবাকে জড়িয়ে ধরার মুহূর্ত, জানান সেটি।
উপস্থাপক শেষদিকে বলেন, ‘ওয়ার্ন সবদিক থেকে চ্যাম্পিয়ন। যতবার আমরা সাউদার্ন স্ট্যান্ডের দিকে তাকাব, ওয়ার্নকে মনে পড়বে।’ তিনি চাইলে একটু বাড়িয়ে বলতেই পারতেন, ক্রিকেট যতদিন থাকবে, লিগ স্পিনে মুগ্ধতা ছড়াবেন কেউ, ফিরে ফিরে আসবেন শেন ওয়ার্নও। জাদুকররা মন থেকে কখনোই মুছে যেতে পারেন না, ওয়ার্নের চেয়ে বড় জাদুকর ক্রিকেটে আর কে আছেন?
গত চৌঠা মার্চ থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শেন ওয়ার্ন।