জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশে টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় প্রতিটি চ্যানেলেই থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা অনুষ্ঠান, গান, নাটকসহ নানা আয়োজন। 

একুশে টিভিতে সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’। সকাল ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’। দুপুর ১২টায় প্রচার হবে বিশেষ নাটক ‘মৃতের আত্মহত্যা’। রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘সেকেন্দার আলীর চেক’। নাটকটি রচনা করেছেন মানস পাল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা।

এটিএন বাংলায় রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’। সহিদ রাহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। ১০টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘উচ্চারণগুলি শোকের’।

চ্যানেল আইতে সকাল সাড়ে ৭টায় প্রচার হবে ‘গান দিয়ে শুরু সরাসরি’ অনুষ্ঠান। এ পর্বে অংশ নিবেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। এরপর দুপুর ১২টা ৩৫ মিনিটে রয়েছে তারকাকথনের বিশেষ পর্ব। পরিচালনা করবেন অনন্যা রুমা। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে নাছিরউদ্দিন ইউসুফের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর বিশেষ পর্ব।

সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে বিশেষ নাটক ‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’ প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। এর নাট্যরূপ দিয়েছেন এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। শাইখ সিরাজ-এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে বিশেষ প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’।

মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপর নির্মিত তথ্যচিত্র রক্তাক্ত ১৫ই আগস্ট। রাত সাড়ে ৮টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘আরজ আলী ডাকাত’। এটি পরিচালনা করেছে বর্ণ নাথ।

এনটিভিতে সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্য চিত্র ‘ফাদার অব বেঙ্গল’। সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘জীবন ঢুলী’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা, টুঙ্গিপাড়া থেকে সরাসরি। রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ একক নাটক ‘যোগ-বিয়োগ’। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, আনিকা কবির শখ প্রমুখ। এ ছাড়া রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘মুজিব, সতত মনে পড়ে তোমায়’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে