ক্রীড়া ডেস্ক:
ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই বাংলাদেশের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্ডিমালের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০৬ রানে অলআউট হয় সফরকারীরা। যাতে শ্রীলঙ্কা ১৪১ রানের লিড নেয় প্রথম ইনিংসে।
লঙ্কানদের আধিপত্যের দিনে টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ১৯তম বার ৫ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে ইনিংস পরাজয়ের শংকায় পড়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার ৫০৬ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিজেদের চেনা উইকেটে বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূণ্য রানে আউট হন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। রান পেতে ভুলে যাওয়া অধিনায়ক মুমিনুল ০, নাজমুল শান্ত ও আরেক ওপেনার মাহমুদুল আউট হন দলের স্বল্প সংগ্রহে। তাতে ইনিংস পরাজয়ের শংকায় পড়ে স্বাগতিকরা।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ে হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ১৪ ও লিটন ১ রানে অপরাজিত থেকে পঞ্চম দিন শুরু করবেন।