Dhaka ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২০-এর খসড়ার চুড়ান্ত অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • ১২৬ Time View

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২০-এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আইনটি অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘এর আগেও (গত ১৩ জুলাই) এটি নীতিগত অনুমোদনের জন্য এসেছিল, তখন বিস্তারিত আলাপ-আলোচনা করে এটা অনুমোদন দেয়া হয়। লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পর স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চিকিৎসা শিক্ষায় উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ গবেষক তৈরির লক্ষ্যে স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসা শিক্ষা ও গবেষণা এবং স্নাতক পর্যায়ে চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান সংরক্ষণ ও উন্নয়নে খুলনা বিভাগে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। এটা প্রতিষ্ঠিত হলে খুলনা অঞ্চলের মধ্যে যত মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা অন্য চিকিৎসা-সংক্রান্ত যেসব ইনস্টিটিউট থাকবে সবই এই খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে।’

সভায় অনুমোদন দেওয়া হয় চিকিৎসা ডিগ্রি আইন ২০২০ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন ২০২০ এর খসড়ার চুড়ান্ত। শিক্ষা সংক্রান্ত আইন দু’টি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে সভায় তোলা হয়।

এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুটনৈতিক সম্পর্কের যৌথ ঘোষণাপত্রের খসড়ার অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় মন্ত্রীসভায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২০-এর খসড়ার চুড়ান্ত অনুমোদন

Update Time : ০৯:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২০-এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আইনটি অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘এর আগেও (গত ১৩ জুলাই) এটি নীতিগত অনুমোদনের জন্য এসেছিল, তখন বিস্তারিত আলাপ-আলোচনা করে এটা অনুমোদন দেয়া হয়। লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পর স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চিকিৎসা শিক্ষায় উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ গবেষক তৈরির লক্ষ্যে স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসা শিক্ষা ও গবেষণা এবং স্নাতক পর্যায়ে চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান সংরক্ষণ ও উন্নয়নে খুলনা বিভাগে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। এটা প্রতিষ্ঠিত হলে খুলনা অঞ্চলের মধ্যে যত মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা অন্য চিকিৎসা-সংক্রান্ত যেসব ইনস্টিটিউট থাকবে সবই এই খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে।’

সভায় অনুমোদন দেওয়া হয় চিকিৎসা ডিগ্রি আইন ২০২০ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন ২০২০ এর খসড়ার চুড়ান্ত। শিক্ষা সংক্রান্ত আইন দু’টি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে সভায় তোলা হয়।

এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুটনৈতিক সম্পর্কের যৌথ ঘোষণাপত্রের খসড়ার অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় মন্ত্রীসভায়।