বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার বিরুদ্ধে তদন্তেরও জোর দাবি করেছেন এই অভিনেত্রী।

শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন জানিয়ে চমক বলেন, ‘এখন আমরা প্রশ্ন করতে পারছি। আগে তো প্রশ্ন তুললে আয়নাঘরে নিয়ে যাওয়া হত। এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময় দুইবার চিন্তা করছি না; কী বললে আমাকে আটকাবে, কী বললে আমাকে গুম করে দেবে-এই চিন্তা যেহেতু নাই, তাই আমি বলতে পারছি।’

এ সময় দেশের অর্থনীতির সংকটের বিষয়টি সামনে এনে বিদেশে সাবেক মন্ত্রী-এমপিরা যে সম্পদ কুক্ষিগত করেছেন, তাদের সে পাচারকৃত সম্পদ দেশে ফেরানোর দাবি জানান তিনি। চমক বলেন, ‘বড় বড় মন্ত্রীরা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ বা পাচার করেছেন, তাদের ব্যাংক হিসাবগুলো জব্দ করে সে অর্থ দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা উচিৎ।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে চমকের সাফ কথা, ‘শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। তিনি হয়ত অনেক তথ্য দিতে পারবেন। কারণ তিনি নিজেই বলেছেন তার পিয়নও চারশ কোটি টাকার মালিক। তার মানে (দুর্নীতির বিষয়ে) অনেক তথ্য তার কাছে আছে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চমক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে