নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ই সেপ্টেম্বর থেকেই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।

সেজন্য শিক্ষক এবং অভিভাবকদের সবরকম ভূমিকা রাখতে হবে। আজ (রোববার) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, যারা এবছর এবং আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তারা প্রতিদিন ক্লাস করবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও প্রতিদিন ক্লাস করবে। বাকিদের ক্লাস হবে সপ্তাহে একদিন।

দেশে করোনা সংক্রমণের হার নেমে যাওয়ায় ১৭ মাস পর খুলছে সব স্কুল-কলেজ। আগামী ১২ই সেপ্টেম্বর থেকে শ্রেনীকক্ষে শুরু হবে পাঠদান। তবে সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে এবং শিক্ষার্থীরা ক্লাসে আসার পর যত ধরনের স্বাস্থ্য বিষয়ক গাইড লাইন আছে সব মানতে হবে।

রোববার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। সভাশেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমনি জানান, প্রথমে ৪ ঘন্টা করে ক্লাস হবে। যারা এ বছর এবং আগামী বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে তারা প্রতিদিন ক্লাস করবে।

তিনি আরো জানান, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত বিদ্যালয়ে কোন অ্যাসেম্বলি হবে না। এছাড়া  বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার বিষয়ে অক্টোবরে সিদ্ধান্ত হবে।

এদিকে, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে