শীতের পাখি
——–সাইফা সুলতানা
আসছে উড়ে শীতের পাখি
হাসছে তারা বেশ,
বক মেরো না,কেউ ধরো না
বাঁচাও পরিবেশ।
পাখিরা তো বন্ধু মোদের
করছে উপকার,
তবুও কেনো ওদের
মারছো বেশুমার।
কোকিল ময়না বুলবুলির
মিষ্টি সুরেলী গানে,
সকাল হতেই ঘুম ভেঙে যায়
পাখির কলতানে।
ময়লামুক্ত করছে চারপাশ
ঝাড়ুদার কালো কাক,
একটু আঘাতে উড়ে যায়
ঐ নীল আকাশে ঝাঁকে ঝাঁক।
সুস্থ ভাবে, ভুবন মাঝে
বাঁচতে যদি চাও,
আর মেরো না পাখি গুলো
বন্ধু করে নাও।