মোঃ বেলাল হোসেন,ক্রাইম রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিক আতাউর রহমানকে মারধর ও প্রাণনাশের হুমকি।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পিরব ইউনিয়ন মোড়াইল বাজারে এক সাংবাদিককে মারধর করার পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার শিকার সাংবাদিক মোঃ আতাউর রহমান জাতীয়  “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার বগুড়া জেলা বিশেষ প্রতিনিধি।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায়, পিরব মোড়াইল ত্রিমোহনী বাজারে তোফাজ্জলের ডাবের দোকানের সামনে সাংবাদিক আতাউর রহমানকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় নিরাপত্তা ও শাস্তির দাবিতে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক আতাউর রহমান

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৫ টার দিকে জুয়ারুদের জুয়া খেলার সময় কে-বা কাকে পুলিশ ভেবে দৌড়ে পালানোর সময় সাংবাদিক আতাউর এর নিজ বাড়ির সামনে জুয়ারু হামিদুর ইসলাম মুরগির সাথে দেখা হলে,জূয়ারু হামিদুর সাংবাদিক আতাউরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দেয়। এ ব্যাপারে সাংবাদিক আতাউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুয়া খেলা বন্ধের উদ্দেশ্যে একটি পোস্ট করেন। পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায়, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোড়াইল বাজারে ২নং বিবাদী তোফাজ্জল হোসেন ফকো, ও ১ নং বিবাদী হামিদুর ইসলাম মুরগি, সাংবাদিক আতাউর রহমানকে ডাবের দোকানের সামনে দেখে চড়াও হয়ে (শার্টের কলার ধরে টেনে নিয়ে) অকথ্য ভাষায় গালিগালাজ করে জুয়া খেলার পোস্টটি ডিলিট করতে বলে। আর সাংবাদিক আতাউর রহমান পোস্টটি ডিলিট করতে রাজি না হওয়ায়, এক পর্যায়ে জনসম্মুখে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া আতাউরকে মুঠোফোনে কল দিয়ে বলে থানায় অভিযোগ করলে পরবর্তীতে আবারও আতাউর কে মারধর করা হবে।

এ বিষয়ে মহাস্থান প্রেস ক্লাবের কোষাধক্ষ্য নূরনবী রহমান তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘ এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না, তার মানহানী করা ঠিক হয়নি। এ ঘটনার কঠোর ব্যবস্থা হওয়া প্রয়োজন। দায়িত্ব পালনের সময় যাতে কোনো সাংবাদিক লাঞ্চিত না হয়’ সেজন্য দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, ‘অপরাধী যেই হোক তার বিচার হবে। ইতিমধ্যে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে