♦ শিক্ষা গুরু ♦
% শ্যামল বণিক অঞ্জন%
( উৎসর্গ: আমার প্রিয় শিক্ষক জনাব রইছ উদ্দিন স্যারকে)
আজো তোমায় ঘিরে জানাই নত শীরে
হৃদয় উজাড় করে ভক্তি,
তুমিই তো দিয়েছিলে দুচোখে আলো
যুগিয়েছিলে চলার শক্তি।
ওগো শিক্ষাগুরু তোমাতেই শুরু
আমার শিক্ষা জীবন,
হাতে হাত ধরে যত্ন করে
শিখিয়েছিলে বর্ণ মালার বুনন।
কখনো আদর কখনো শাসন
সৃষ্টি করে মায়ার বাঁধন,
শিক্ষা দিয়েছো হতে সৎ আর ন্যায়পরায়ণ।