কাহালু(বগুড়া), প্রতিনিধি:
বগুড়ার কাহালুর মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার গভনিং বডির এডহক কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ বলেন, শিক্ষকদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকদের উপজেলার অন্যান্য মাদ্রাসার ফলাফলের চেয়ে যেন মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ফলাফল সব সময় ভাল হয় সেইলক্ষ্যে ছাত্র/ছাত্রীদের পাঠদান করতে হবে।
বুধবার দুপুরে বগুড়ার কাহালুর মুরইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার হলরুমে গভনিং বডির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মো.আব্দুল মান্নান।