বিনোদন ডেস্ক :
এখনও মুক্তি পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ৭ অক্টোবর পর্যন্ত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ‘এনসিবি’র হেফাজতেই তাকে থাকতে হবে বলে জানা গেছে।
এই খবরটিই প্রকাশ্যে আসার পর শাহরুখ খানের কাছে ফোন আসতে থাকে বলিউড তারকাদের কাছ থেকে।
একে একে দীপিকা পাডুকোন, করন জোহর, কাজল, রানি মূখার্জি, রোহিত শেট্টি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়াসহ অনেকে ফোন করেন শাহরুখকে।
অনেকে আবার আরিয়ানের গ্রেফতারের খবর পেতেই টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন।
পূজা ভট্ট টুইটারে শাহরুখকে উল্লখ করে লিখেছেন, “আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনও লাভ আপনার হবে না। কিন্তু মনে হল, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।”
সুনীল শেট্টি টুইট করেছিলেন, “তদন্ত তো শুরু হয়ে গিয়েছে। এ বার ছোট ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন।”
এদিকে রবিবার রাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পরই সলমন খান, তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী শাহরুখের বাড়িতে ছুটে গিয়েছিলেন।
শাহরুখের স্ত্রী গৌরী খানের বন্ধু মাহীপ কপূর, সীমা খানকেও শাহরুখের বাড়ির বাইরে দেখা গিয়েছে।