[] নামটি তাঁর স্নিগ্ধা []
% শাণিত সাহা স্নিগ্ধ %
আমার একটা ময়না আছে
রঙ তাঁর কালো,
কথা সে বলতে পারে
সবাই বলে ভালো।
নামটি তাঁর স্নিগ্ধা
ভীষণ ভালোবাসি,
সারাদিন ওর কাছে
ছুটে ছুটে আসি।
[] আমার প্রিয় বিড়াল[]
% শাণিত সাহা স্নিগ্ধ %
আমার একটি বিড়াল আছে
খায় শুধু দুধ ভাত,
সারাদিন মিউ মিউ ডেকে
করে খুবই উৎপাত।