শরৎ গোধূলি সন্ধ্যা
মিজানুর রহমান
স্মৃতিমাখা গোধূলি বয়ে আনে
শরতের স্বপ্নীল আকাশ আলোড়িত করে
প্রবাহিত পবনের দোদুল্যমান অনুভূতি
ভাঙা ভাঙা, আধো আধো শুভ্র মেঘমালা
আকাশ আঙিনায় যেন অঙ্কন প্রতিযোগী
যা শুধু এঁকে যায় তোমার প্রতিচ্ছবি।
সবুজ নীলের আভায় রঞ্জিত প্রিয় তুমি
শরতের কোলেই বর্ণের স্নিগ্ধতা আর উদারতা
সবুজ, নীল-সাদার এক অপূর্ব সমন্বায়ক তুমি
শিউলি পাতার শিশির সিক্ত তৃণপল্লবে
দোয়েল – শ্যামার কলকণ্ঠ ,ভ্রমরের গুঞ্জন
সমবেত ধ্বনিতে পরিপূর্ণ ঋতু রানী।
শরৎ গোধূলি সন্ধ্যায় যেন দুজনে হয়ে উঠি
সৌন্দর্যের তীর্থাভিমুখী …..
তোমার নম্রতায় গৌরব
এসো দুজনে গাঁথবো কাশফুল গুচ্ছ
গাঁথবো শেফালী মালা গড়বো ছাদনী তলা
বসন্তের সুগন্ধ পীত উত্তরীয়খানা দিয়ে করিব বরণ
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজাবো বরণডালা।
একি শরতের আহ্বান ?