লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ বিস্ফোরণে ৯৯ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য।
বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও রাসেল মিয়া, মাদারীপুরের মিজানুর রহমান ও কুমিল্লার রেজাউল করিম। তারা বৈধভাবেই সেখানে কাজ করছিলেন।
আহতদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে বৈরুত বন্দরের একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণে পুরো লেবানন ও আশপাশের এলাকা কেঁপে ওঠে। এখন পর্যন্ত ১০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে একটি জাহাজ থেকে জব্দ করা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরের একটি ওয়্যারহাউজে মজুদ করে রাখা হয়েছিল। কোনোভাবে সেখানে আগুন লাগার পর ভয়ঙ্কর ওই বিস্ফোরণ ঘটে।