স্পোর্টস ডেস্ক:
শনিবার রাতে ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আরবি লিপজিগ।
অপর ম্যাচে রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৬-০ গোলের জয় তুলে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এতে তিন ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা জিতে নেয় জার্মান জায়ান্টরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় ২, ৩৫ ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লেওয়ানডস্কি। এ নিয়ে চলতি মৌসুমে মাত্র ২৭ ম্যাচেই ৩৯টি গোল করেছেন পোলিশ ফরোয়ার্ড। হাতে আছে আরও দুটি ম্যাচ। সুযোগ রয়েছে গার্ড মুলারের রেকর্ড টপকে যাবার। জার্মান কিংবদন্তি ১৯৭১/৭২ মৌসুমে মিউনিখের দলটির জার্সিতেই ৪০ গোল করেছিলেন।
লেওয়ানডস্কি ছাড়াও বায়ার্নের বিশাল এই জয়ে এদিন একটি করে গোল করেছেন থমাস মুলার, কিংসলে কোম্যান ও লেরয় সানে।
এই জয় নিয়ে ৩২ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে একেবারেই ধরাছোঁয়ার বাইরে বায়ার্ন। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লিপজিগের পয়েন্ট ৬২।