ক্রীড়া ডেস্ক: গত তিন মাস ধরে পেটের পীড়ায় ভুগছেন তামিম ইকবাল। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়া মনে হলেও দ্রুত সেরে না ওঠায় উদ্বিগ্ন হয়েছেন তিনি। ঢাকায় চিকিৎসক দেখিয়েছেন। প্রয়োজনীয় প্যাথলজিক্যাল টেস্ট ও করিয়েছেন। তবে রোগ নির্নয় করতে পারছেন না তারা। পেটের পীড়া দিনে দিনে বাড়ছে তামিমের। কোন কোন দিন পেটের ব্যাথায় ১২ ঘন্টাও কাতরাতে হয়েছে তামিমকে।
আজ সকালে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তামিম। প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডনে যাবেন দেশসেরা এই ওপেনার। লন্ডনে গিয়ে নিজ খরচে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে। এর মধ্যে নভেল করোনাভাইরাসের কোনো উপসর্গ না দেখা গেলে ডাক্তারের কাছে যাবেন বাংলাদেশ অধিনায়ক।
গত এক মাসে তিনবারসহ লকডাউন চলাকালীন বেশ কয়েকবার পেটের তীব্র ব্যথায় ভুগেছেন বাঁহাতি ওপেনার তামিম।
তামিম পেটব্যথার সমস্যা নিয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরমর্শ নিয়ে গত কয়েক দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করালেও চিকিৎসকরা তাঁর পেটের ব্যথা ও হজম সমস্যার পেছনের কারণ শনাক্ত করতে পারেননি।
চিকিৎসকরা তামিমকে হাসপাতালে ভর্তি হতে বললেও চলমান কোভিড-১৯ মহামারির পরিস্থিতি কারণে তিনি ভর্তি হতে পারেননি।
উন্নত চিকিৎসার জন্য তামিম প্রথমে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাওয়ার কথা চিন্তা করেন। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশগুলোতে যাওয়া এখন খুব কঠিন হয়ে পড়েছে। অবশেষে গত মঙ্গলবার লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে ভিডিওকলে পরামর্শ নেওয়ার পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক। তবে লন্ডনে একাই গেছেন বাংলাদেশ অধিনায়ক।