লজ্জাবতী
কলমে – শ্রী রাজীব দত্ত

হে লজ্জাবতী, তোর কিসের এত লজ্জা,
মরদের সোহাগ পাসনি বটে,
তো কিসের সহসজ্জা।

হে লজ্জাবতী, তোর তো বেজায় সরম,
নরম শরীর, বেজায় গরম,
কালো রূপে আগুনের ঝলকা,
যেনো নিশি রাতের খোসে পড়া কোনো উল্কা।

হে লজ্জাবতী, তু কি শুধুই লাজুক বটে,
নাকি আছে তোর সাহস?
চল তালে পলাই দুজনে,
বুকে নিয়ে পিরিতির জোশ।

হে লজ্জাবতী, তু কথা কষনা কেনে?
তু কি বোবা? নাকি কালা?
এতো গুলো প্রশ্ন করি
কোনো উত্তরই দেয়না সালা?

আরে এ লজ্জাবতী, তুও কি নেশা করেছিস?
খেয়েছিস আমার মতো খেজুর রস?
এতো কথা বুলছি তখন থেকে,
তু কোনো কথা না কষ।

ও মাগো এগিয়ে গিয়া দেখি, লজ্জাবতী কোথায়?
এত কাকতাড়ুয়া দাড়ায় আছে,
জমির আলের উপর,
নেশার ঘোরে সব ভুল হয় রতভর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে