Dhaka ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনের দ্বিতীয় দিন রাজধানীর সড়কগুলোতে যানজট

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউনের (চলাচলে বিধি-নিষেধ আরোপ) দ্বিতীয় দিন রাজধানীর সড়কগুলোতে যানজট দেখা গেছে।

সোমবারের (০৫ এপ্রিল) তুলনায় আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) যানবাহনের সংখ্যা ছিল অনেক বেশি। অল্প সংখ্যক গণপরিবহনসহ সবই চলতে দেখা গেছে। সকাল থেকে রাজধানীর রামপুরা বাড্ডা আবুল হোটেল ও কাকরাইল এলাকা যানজটে পরিপূর্ণ ছিল।

এছাড়া রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, চন্দ্রিমা উদ্যান, বিজয় সরণী, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি চলাচল করছে। রাজধানীতে বেশিরভাগ পয়েন্টে ট্রাফিক সিগন্যালে গাড়িগুলোর দীর্ঘ সারি দেখা গেছে। সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

এছাড়া বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী, নাবিস্কো, সাতরাস্তা, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও পল্টন মোড় এলাকা ঘুরে দেখা গেছে- বেশিরভাগ পয়েন্টে গাড়ির চাপ রয়েছে। তিন রাস্তা এবং চৌরাস্তায় ট্রাফিক সিগন্যালে দীর্ঘ গাড়ির লাইন। বেশ জ্যামও পরিলক্ষিত হয়েছে।

রিকশা, সিএনজি অটোরিকশা ও ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকারসহ ছোট ছোট যানবাহনের কারণে এ যানজটের সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। চা দোকানে বসে আড্ডা দিচ্ছে অনেকে। আবার কেউ কেউ রিকশায় ঘুরে বেড়াচ্ছেন। রাজধানীতে গণপরিবহন না থাকায় অনেকেই নিজস্ব পরিবহনে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার খোলা পিকআপ ভ্যানে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। সরকারি অফিস-আদালত ও কলকারখানা খোলা থাকার কারণেই এই যানজটের কারণ বলে মনে করছেন অনেকে।

উল্লে­খ্য, সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন (বিধি-নিষেধ) ঘোষণা করেছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

লকডাউনের দ্বিতীয় দিন রাজধানীর সড়কগুলোতে যানজট

Update Time : ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউনের (চলাচলে বিধি-নিষেধ আরোপ) দ্বিতীয় দিন রাজধানীর সড়কগুলোতে যানজট দেখা গেছে।

সোমবারের (০৫ এপ্রিল) তুলনায় আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) যানবাহনের সংখ্যা ছিল অনেক বেশি। অল্প সংখ্যক গণপরিবহনসহ সবই চলতে দেখা গেছে। সকাল থেকে রাজধানীর রামপুরা বাড্ডা আবুল হোটেল ও কাকরাইল এলাকা যানজটে পরিপূর্ণ ছিল।

এছাড়া রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, চন্দ্রিমা উদ্যান, বিজয় সরণী, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি চলাচল করছে। রাজধানীতে বেশিরভাগ পয়েন্টে ট্রাফিক সিগন্যালে গাড়িগুলোর দীর্ঘ সারি দেখা গেছে। সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

এছাড়া বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী, নাবিস্কো, সাতরাস্তা, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও পল্টন মোড় এলাকা ঘুরে দেখা গেছে- বেশিরভাগ পয়েন্টে গাড়ির চাপ রয়েছে। তিন রাস্তা এবং চৌরাস্তায় ট্রাফিক সিগন্যালে দীর্ঘ গাড়ির লাইন। বেশ জ্যামও পরিলক্ষিত হয়েছে।

রিকশা, সিএনজি অটোরিকশা ও ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকারসহ ছোট ছোট যানবাহনের কারণে এ যানজটের সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। চা দোকানে বসে আড্ডা দিচ্ছে অনেকে। আবার কেউ কেউ রিকশায় ঘুরে বেড়াচ্ছেন। রাজধানীতে গণপরিবহন না থাকায় অনেকেই নিজস্ব পরিবহনে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার খোলা পিকআপ ভ্যানে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। সরকারি অফিস-আদালত ও কলকারখানা খোলা থাকার কারণেই এই যানজটের কারণ বলে মনে করছেন অনেকে।

উল্লে­খ্য, সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন (বিধি-নিষেধ) ঘোষণা করেছে সরকার।