রাজশাহী ব্যুরো:

নাটোর জেলার নাটোর সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়স্থ এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল-২টি,ম্যাগজিন-২টি, গুলি-২ রাউন্ড,নগদ-৪,০০০/-টাকা উদ্ধার করেন এবং আসামী রজন আলী (২৩), পিতা-কেতাব আলী, সাং-আলিফ লাম-মিম ভাটারমোড়, থানা-শাহমখদুম, রাজশাহী মহানগর‘কে গ্রেফতার করেন।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, বানেশ্বর হতে বাস যোগে একজন ব্যক্তি অবৈধ দ্রব্য নিয়ে পাবনার উদ্দেশ্যে যাবে। এরই প্রেক্ষিতে নাটোর জেলার নাটোর সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাসে চেকপোষ্ট স্থাপন করে বাসে তল্লাশী চালায়। তল্লাশীকালে “মেহেদী পরিবহন” নামক বাসে তল্লাশীকালীন সন্দেহভাজন ১ ব্যক্তিকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যমতে বাস হতে বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে