রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী নগরীতে ৪০০ গ্রাম হেরোইনসহ শাহারিয়ার হোসেন শোভন (১৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।
গত ২৩ জুন দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত মাদক পাচারকারী কাশিয়াডাঙ্গা থানা এলাকার হারুপুর গ্রামের গিয়াস নবীর ছেলে। গতকাল দুপুরে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুর এলাকায় রজব আলীর বালুঘাটে ১ জন যুবক মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এ সংবাদদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।