ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।

আর্জেন্টাইন কিংবদন্তিকে নিজের বন্ধু, চিরন্তন প্রতিভা এবং অতুলনীয় ফুটবল জাদুকর হিসেবে বর্ণনা করেন জুভেন্টাসের পর্তুগীজ তারকা রোনালদো।

ম্যারাডোনার সঙ্গে সম্পর্কটা সবসময়ই বেশ ভালো ছিল রোনালদোর। এর আগে অনেকবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সবচেয়ে বড় কথা ম্যারাডোনাকে নিজের অনুপ্রেরণা মেনেই বড় হয়েছেন এ পর্তুগিজ তারকা। এ কিংবদন্তির বিদায়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন তিনিও।

অনুভূতি জানিয়ে সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আপনাকে কখনোই ভোলা যাবে না।’

টুইটারে রোনালদো আরও লিখেছেন, ‘আজ আমি বিদায় জানাচ্ছি এক বন্ধুকে এবং সারা বিশ্ব বিদায় জানাচ্ছে এক চিরন্তন প্রতিভাকে। সর্বকালের সেরাদের অন্যতম একজন। একজন অতুলনীয় জাদুকর। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তবে রেখে গেলেন নিজস্ব ঘরানা এবং সীমাহীন শূন্যস্থান, যা পূরণ করা সম্ভব নয়। চিরশান্তিতে থাকুন। আপনাকে কখনই ভোলা যাবে না।’

বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। ৬০ বছর বয়সী এই ব্যক্তিত্বের মৃত্যুতে সারা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে