আটোয়ারী ( পঞ্চগড়) প্রতিনিধিঃ

প্রথম আলোর জ্যেঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি সহ দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে আটোয়ারী- রুহিয়া সড়কে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রেসক্লাবের সদস্য আক্তারুজ্জামান আতার সঞ্চালনায় মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, জাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিতিশ চন্দ্র, মোহাম্মদ আলি, যুগ্ন সম্পাদক রাব্বু হক প্রধান,দপ্তর সম্পাদক,আবু তৌহিদ প্রমুখ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে বক্তব্য রাখেন। এ সময় আটোয়ারী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে