নিজস্ব প্রতিবেদক:
করোনা অতিমারির কারণে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে রোজার মধ্যে স্কুল–-কলেজ খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
আজ সোমবার (২৮শে মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চলবে।
আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বলছে, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২৬শে এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ের বিষয়ে মন্ত্রণালয় বলছে, বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব কর্তৃপক্ষের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও সব শিক্ষা বোর্ডে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।