ক্রীড়া ডেস্ক: 

গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তান ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে।

গল ক্রিকেট মাঠে এর আগে চতুর্থ ইনিংসে ২৬৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোন দল।

২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৮ রান তাড়া করে জিতেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ৩৪২ রান।  নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২২ রান তুলে দিন শেষ করে পাকিস্তান।

পঞ্চম ও শেষ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিলো ১২০ রান, হাতে ছিলো ৭ উইকেট। ম্যাচ সেরা আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরিতে সহজেই রেকর্ড গড়ে জয় তুলে নেয় পাকিস্তান। আগামী ২৪শে জুলাই একই ভেন্যুতে শুরু হবে দু’দলের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে